ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 4 September 2022

সারিয়াকান্দিতে উপজেলা সেচ কমিটিকে পাসকাটিয়েগোপনে অবৈধ ভাবে পল্লীবিদ্যুতের সেচ সংযোগ প্রদান

সারিয়াকান্দিতে উপজেলা সেচ কমিটিকে পাসকাটিয়ে গোপনে অবৈধ ভাবে পল্লীবিদ্যুতের সেচ সংযোগ প্রদান

সুমন কুমার সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা সেচ কমিটিকে পাসকাটিয়ে অবৈধ ভাবে পল্লীবিদ্যুতের সেচ সংযোগ প্রদান করা হয়েছে। এরসাথে জড়িত রয়েছে পল্লী বিদ্যুত অফিসের কিছু অসাধু কর্মকর্তা । উপজেলা সেচ কমিটিকে পাস কাটিয়ে ছাড়পত্র ছাড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর, কুতুবপুর, ভেলাবাড়ি ও চন্দনবাইশা এ ৪টি ইউনিয়নের কয়েকটি গ্রামে অবৈধ ভাবে বেশ কিছু পল্লী বিদ্যুতের সেচ সংযোগ দেয়া হয়েছে। জানা গেছে, বিবিরপাড়া গ্রামের জাকিরুল,হাওড়াখালি গ্রামের লাল মিয়া,রাশিদুল,রেজাউল,জাকির হোসেনকে ছাড়পত্র ছাড়া সেচ সংযোগ দেয়া হয়েছে । এছাড়াও সুতানারা,গজারিয়া,পাইকরতলী,দড়িপাড়া,কুতুবপুর সোলারতাইড়,মাছিরপাড়া, জোড়গাছা ও চরচন্দনবাইশা গ্রামেও কয়েকজনকে ছাড়পত্র ছাড়া সেচ সংযোগ দেয়া হয়েছে । আরো জানা গেছে সেচ কমিটিতে আবেদন না করেও মাছিরপাড়া গ্রামের রকেট নামে এক ব্যক্তিকে সেচ সংযোগ প্রদান করা হয়েছে । তদন্ত করলে ছাড়পত্র ছাড়া এরকম অবৈধ সেচ সংযোগের আরো খোঁজ পাওয়া যাবে । ।একজন ইচ্ছুক সেচ গ্রাহক পল্লী বিদ্যুতের সেচ সংযোগ নিতে উপজেলা সেচ কমিটির নিকট ছাড়পত্রের জন্য আবেদন করলে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব বিএডিসির একজন কর্মকর্তা আবেদনটির তদন্ত করে অনুমোদন করা যাবে কিনা সেচ কমিটির সভায় উপস্থাপন করেন। যে সব আবেদন নীতিমালার মধ্যে পড়ে সেসব আবেদনই শুধু অনুমোদন করে ছাড়পত্রের অনুমোদন করা হয় । গত ৩০ ডিসেম্বর/২০২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতির সভাপতিত্বে ২০৮টি সেচ গ্রাহকের আবেদন নিয়ে উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয় । নীতিমালার মধ্যে পড়ায় সেচ কমিটির সভায় ৮১টি গ্রাহকের আবেদন সেচ সংযোগের জন্য অনুমোদিত করে ছাড়পত্র দেয়া হয় । নীতি মালার মধ্যে না পড়ায় শতাধিক আবেদন অনুনোমোদিত রাখা হয়। সেচ কমিটির ছাড়পত্র ছাড়া পল্লী বিদ্যুতের সেচ সংযোগ প্রদান করা হয়না । তারপরেও ওয়ারিং পরিদর্শক সাদিকুল ইসলাম কিভাবে ইঞ্জিনিয়ার, এজিএম, ডিজিএম এর স্বাক্ষর নিয়ে অবৈধ ভাবে গোপনে পল্লী বিদ্যুতের সেচ সংযোগ প্রদান করেন বিষয়টি ভাবিয়ে তুলেছে অন্যান্য সেচ গ্রাহককে। অবৈধ ভাবে সেচ সংযোগ প্রদানে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া পল্লী বিদ্যুত সমিতি -২ এর জেনারেল ম্যানাজার এবং বিএডিসি বগুড়ার উপ-প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ করেছেন ছাইফুল ইসলাম নামে এক ব্যক্তি । বিষয়টি জানাজানি হলে চিন্তায় পড়েছেন ছাড়পত্র ছাড়া সেচ সংযোগ পাওয়া গ্রাহকরা । গতকাল রবিবার দুপুরে এব্যাপারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক সাদিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছে তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার- মোঃ আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত কার্যক্রম চলছে,তদন্তর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে । বিএডিসি বগুড়ার উপ প্রকৌশলী আসমল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে,বিষয়টির তদন্ত কার্যাক্রম চলছে । উপজেলা নির্বাহী অফিসার- মোহাম্মদ রেজাউল করিম বলেন. অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে ।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages