ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 13 July 2020

আবহাওয়া বার্তা

বিগত কয়েকবছর বর্ষার সময় বঙ্গোপসাগরে ঘন ঘন সিস্টেম তৈরি হয়েছিলো।

কিন্তু এইবছর বর্ষাকালে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে একটাও সিস্টেম তৈরি হয়নি।

আসলে বর্ষার সময় সাগরে সিস্টেম তৈরি হলে সেই সিস্টেম যদি সরাসরি বাংলাদেশে আঘাত না করে সরাসরি উড়িস্যা বা অন্ধ্রপ্রদেশ চলেযায় ফলাফল মৌসুমি বায়ু প্রচুর জলীয়বাস্প নিয়ে দেশের উত্তর অঞ্চলে তেমন একটা যেতে পারেনা, ফলাফল উত্তর অঞ্চলে বর্ষার সময় বৃষ্টি অনেক কম হয়,
তবে এখানে সিস্টেম এর প্রভাবে আবার দেশের উপকূলীয় এলাকায় ভালো বৃষ্টি হয়।
সেইসঙ্গে কলকাতা ভালো বৃষ্টি হয়।

কিন্তু এইবছর সিস্টেম না তৈরি হবার ফলে দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ু সরাসরি দেশের উত্তর অঞ্চলে চলে গিয়ে ব্যাপক বৃষ্টি ঘটাচ্ছে, এবং দেশের উপকূল বলতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ও কলকাতা এলাকায় বৃষ্টি অনেক কম হচ্ছে।

আমরা ধারনা করছি আগামি আগস্ট মাসের মাঝামাঝি থেকে পরবর্তী সময়ে বেশকিছু সিস্টেম সাগরে তৈরি হতেপারে, যার প্রভাবে তখন বরিশাল, খুলনা বিভাগের যথেস্ট ভালো বৃষ্টি পেতেপারে ও পশ্চিম বঙ্গের দক্ষিন অঞ্চলে ভালো বৃষ্টি পাবে।

তবে আগামিকাল থেকে দেশের সার্বিক বৃষ্টির পরিমান কিছুটা হ্রাস পেলেও, দেশে খন্ডকালিন বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতেপারে, ও বরিশাল, খুলনা বিভাগ ও কলকাতা বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতেপারে।

দেশের উত্তর অঞ্চলে আবার ১৬ ই জুলাই থেকে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতেপারে।
তবে এইকদিনও স্বাভাবিক বৃষ্টি চলবে।

মহা বৃষ্টি বলয় ঢল১ ( ৮ হতে ১৬ ই জুলাই পর্যন্ত।

পরবর্তী মহা বৃষ্টি বলয় ঢল২ আসছে।

এবারও প্রাকৃতিক কারনে দেশের কয়েকটি স্থানে ঢল১ এ তেমন বৃষ্টি হয়নি।
আবার কিছু স্থানে অধিক বেশি বৃষ্টি হয়েছে।

সিস্টেম = লঘুচাপ বা নিন্মচাপ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages